Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

সংক্ষিপ্ত পরিচিতি

  •   অফিসের নাম- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস
  •   পরিচিতি- প্রতি উপজেলায় ও মহানগরীর থানা পর্যায়ে একটি করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস রয়েছে। অফিসটি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও জেলা শিক্ষা অফিস কর্তৃক নিয়ন্ত্রিত। এছাড়াও এখানে ব্যানবেইস এর আওতাধীন একটি UITRCE(Upazila ICT Training and Resource Center for Education) রয়েছে। যেখানে শিক্ষকদের কম্পিউটার ও আইসিটি এর উপর প্রশিক্ষনের আধুনিক সুযোগ সুবিধা বিদ্যমান।

এক নজরে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান সমূহের তথ্যঃ
এই উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মোট 79 টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। মাধ্যমিক পর্যায়ের 40টি প্রতিষ্ঠান এর ভিতর সরকারি উচ্চ বিদ্যালয় 01টি, এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয় 34 টি, নন এমপিও উচ্চ বিদ্যালয় 2টি এবং স্কুল এন্ড কলেজ 03টি। উচ্চ মাধ্যমিক পর্যায়ের 07 টি প্রতিষ্ঠান এর ভিতর একটি সরকারি, 05 টি এমপিওভুক্ত এবং 01 টি নন এমপিও কলেজ রয়েছে।অন্যদিকে মোট 29 টি মাদ্রাসা এর ভিতর কামিল মাদ্রাসা 01টি, ফাজিল মাদ্রাসা 05 টি,আলিম মাদ্রাসা 08 টি এবং দাখিল মাদ্রাসা 15টি যার ভিতর 01 টি নন এমপিও মাদ্রাসা।
 উপজেলায় মোট দশটি প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে। এছাড়াও সেসিপ কর্তৃক বাস্তবায়িত ও পরিচালিত বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে একটি ILC(ICT learning Center) এবং পূর্ণমতি এম এ উচ্চ বিদ্যালয়ে প্রি-ভোকেশনাল কোর্স চালু রয়েছে।